মসৌরি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : নতুন করে ফের বরফের চাদরে ঢাকল সিমলা| প্রবল ঠাণ্ডায় কাঁপছে হিমাচলপ্রদেশের শৈল শহর| নতুন করে তুষারপাত শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা| পুরু বরফে মোড়া রাস্তাঘাটে পর্যটকদের ভিড়| বরফঢাকা পাহাড়ি শহরের সৌন্দর্যে মুগ্ধ তাঁরা| আবহাওয়া দফতরের পূর্বাভাস নতুন করে বরফপাতে বেশ কিছুটা নেমে গিয়েছে তাপমাত্রা| আগামী কয়েকদিন এই পরিস্থিতিই বজায় থাকবে|