করাচি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : দেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য নওয়াজ সরকারকে নজর দেওয়ার কথা বললেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী হিনা রববানি| পাকিস্তানে বেড়ে চলা সন্ত্রাসবাদী কার্যকলাপ মারাত্মক ক্ষতি করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি| নওয়াজের প্রশাসনিক ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন পাক বিদেশমন্ত্রী|
রবিবার বিকেলে করাচির সাহিত্য উত্সবে উপস্থিত ছিলেন হিনা রববানি| তাঁর কথায়, আফগানিস্তানে কি হচ্ছে তা নিয়ে মাথা না ঘামিয়ে ইসলামাবাদের উচিত নিজের দেশের দিকে নজর দেওয়া| আফগানিস্তানের কি করে ভালো হবে তার থেকে পাকিস্তানের ভালোর চিন্তা করাটা বেশি জরুরি| সোভিয়েত-আফগান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন হিনা| তাঁর মতে, সোভিয়েত-আফগান যুদ্ধে পাকিস্তানের মাটি ও গোয়েন্দা ব্যবহার করতে দেওয়া খুব ভুল হয়েছে| ওই যুদ্ধে জড়িত সব রাষ্ট্র বেরিয়ে আসার রাস্তা প্রস্তুত করে রাখলেও একমাত্র পাকিস্তান তা করেনি| এই সব কারণেই পাকিস্তানে তালিবানেরা মাথাচাড়া দিয়েছে বলে দাবি করেছেন তিনি| নওয়াজ সরকারের আমলে পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থাও খুব ভেঙে পড়েছে বলে দাবি করেছেন হিনা রববানি| নওয়াজ শরিফের আমলে আড়াই বছরে কর আদায়ের পরিমাণ তলানিতে এসে ঠেকেছে| বেড়ে চলছে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি|