BRAKING NEWS

উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উত্ক্ষেপণ, তীব্র নিন্দা রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের

UNওয়াশিংটন, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উত্ক্ষেপণের তীব্র নিন্দা জানাল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ| রকেট ছোঁড়ার পরেই নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে জরুরি বৈঠকের পর পরিষদ উত্ক্ষেপণের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানানো হয়েছে| যদিও পিয়ংইয়ং জানিয়েছে, কক্ষপথে একটি স্যাটেলাইট স্থাপনের জন্য তারা শুধুমাত্র রকেট ছুঁড়েছে| তবে সামরিক আধিকারিকদের ধারণ, রকেটের আড়ালে আসলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত পরীক্ষা করেছে উত্তর কোরিয়া|
নিরাপত্তা পরিষদ জানিয়েছে, উত্তর কোরিয়ার এই পদক্ষেপ নিষেধাজ্ঞার গুরুতর লঙ্ঘন করা হয়েছে| আমেরিকার নিযুক্ত রাষ্ট্রদূত সামান্তা পাওয়ার জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের পদক্ষেপের প্রতিক্রিয়ায় নিরাপত্তা পরিষদ যেন কঠোর নিষেধাজ্ঞা জারি করে তা নিশ্চিত করবে ওয়াশিংটন| তিনি আরও জানিয়েছেন, আমরা অত্যন্ত কঠোর কোন ব্যবস্থা নেব|
প্রায় ১০ বছর আগে উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর নিরাপত্তা পরিষদ এখনও পর্যন্ত উত্তর কোরিয়ার উপর চারবার নিষেধাজ্ঞা আরোপ করেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *