নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি৷৷ জনজীবনে শান্তি এবং নিরাপত্তা অক্ষুন্ন রাখার স্বার্থে গোমতী জেলার জেলাশাসক ভারতীয় ফৌজদারী দন্ডবিধির ১৪৪ ধারা অনুযায়ী করবুক মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ৩০০ মিটারের মধ্যে লোকজনের চলাচলের উপর কিছু বিধি নিষেধ আরোপ করেছেন৷ এই বিধি নিষেধ অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষের বৈধ অনুমতি ছাড়া সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৫ টা পর্যন্ত চারজনের বেশী ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ অনুরূপ ভাবে করবুকের মহকুমা শাসকের জারী করা লিখিত অনুমতি ছাড়া কোন সাধারন মানুষ সন্ধ্যা ৬ টা থেকে পরের দিন সকাল ৫ টা পর্যন্ত চলাচল করতে পারবেন না৷
2016-02-07