ফেরজপুর, ৭ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবের খেম করণ এলাকার ভারত-পাক সীমান্তের কাছে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃতু্য হল চার চোরাচালানকারীর| মৃত চারজনের মধ্যে দু’জন ভারতীয় ও দু’জন পাক নাগরিক| বিএসএফের আই জি অনিল পালিয়াল জানিয়েছেন, দুই ভারতীয়ের কাছে চোরাই মাল পাচার করতে এসেছিল ওই দুই পাকিস্তানের নাগরিক|রবিবার ভোর ৪টে ৪০ মিনিট নাগাদ ফেরজপুর সেক্টরের মেহন্দিপুর সীমান্ত এলাকায় হঠাত্ই সন্দেহভাজন গতিবিধি নজরে পরে সীমান্ত রক্ষী বাহিনীর| পাঠানকোট হামলার পর থেকেই যেহেতু যে কোনও অনুপ্রবেশের ঘটনাকে যথেষ্ট কড়া হাতে দমন করার নির্দেশ রয়েছে, তাই সঙ্গে সঙ্গে গুলি চালান হয়| মৃত পাচারকারীদের থেকে মোট ১০ কেজি হেরোইন ও দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে| এখনও ভারতীয় দুই নাগরিককে শনাক্ত করা যায়নি| তবে ঘটনার তদন্ত চলছে|