নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ ডোনার মন্ত্রকের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্যগুলির সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে৷ এই দূরত্ব কমিয়ে আনার জন্য গুরুত্বারোপ করেছেন ডোনার মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং৷ আসামের ডিব্রুগড়ে প্রশাসনিক একটি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী সিং বলেন, ডোনারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেসব সমস্যা সৃষ্টি হচ্ছে তা থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন এই অঞ্চলের রাজ্যগুলির জেলা প্রশাসনিক কর্তাদের মধ্যে সমন্বয় রক্ষা করে চলা৷
প্রয়োজনে বিডিও কনফারেন্সের আয়োজন করা৷ তাতে করে তৃণমূল স্তরে সাধারণ জনগণের কাছে সমস্ত প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হবে৷ তিনি উদ্বেগের সঙ্গে বলেন অনেক ক্ষেত্রেই দেখা যায় সঠিক সমন্বয়ের ঘাটতির জন্য জনগণ ঐসব প্রকল্পের সুফল পাচ্ছেন না৷ জীতেন্দ্র সিং বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, প্রতিটি রাজ্য সরকারকে এই বিষয়ে সক্রিয় হওয়া প্রয়োজন যে, সমস্ত ডোনার প্রকল্প গুলি যাতে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়৷ তার জন্য প্রশাসনিক স্তরে জেলা প্রশাসিনক কর্তা এবং বিধায়ক ও সাংসদদের যুক্ত করতে হবে৷ এই সমস্ত বিষয়গুলিকে যদি গুরুত্ব দিয়ে দেখে প্রতিটি রাজ্য সরকার তাহলে ডোনার মন্ত্রকের প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন হবে এবং জনগণ উপকৃত হবেন৷