নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : আগামীদিনে ট্রেনের শীততাপ নিয়ন্ত্রিত ফার্স্ট ক্লাসে যাত্রা করলে কোনও রকম ছাড় নাও পেতে পারেন প্রবীণ নাগরিকরা| এমনটাই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে রেলমন্ত্রক| বর্তমানে প্রথম শ্রেণির কামরায় যাত্রা করলে প্রবীণ নাগরিকদের ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়| এবার থেকে সেই ছাড়া তুলে দেওয়ারই ভাবনাচিন্তা শুরু করেছে রেলমন্ত্রক| মূলত রেলের আয় বাড়ানো এবং রেলের পরিকাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনার জন্যই এই পদক্ষেপ নেওয়ার ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন রেল আধিকারিকরা| রেলে টিকিটের দামের উপর ছাড় দেওয়া হয় প্রায় ৫৩টি ক্ষেত্রে| যার মধ্যে রয়েছেন শারীরিক অক্ষম ব্যক্তি, খেলোয়াড়, শিল্পী, শহিদের পরিবারসহ আরও বেশ কয়েকজন| প্রত্যেকদিন এই পরিমাণ মানুষের টিকিটের উপর ছাড়পত্র দেওয়ার ফলে রেলের ক্ষতির পরিমাণ দাঁড়ায় কয়েক কোটি টাকা| এই বিষয়ের পরিবর্তন চাইছেন রেল আধিকারিকরা| তাঁরা মনে করছেন, দীর্ঘদিন ধরে লোকসানের চলা রেল ধীরে ধীরে লাভের মুখ দেখতে চলেছে, সেখানে দাঁড়িয়ে নতুন করে আর লোকসানের বোঝা বাড়াতে চাইছে না রেলমন্ত্রক|