BRAKING NEWS

অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে গ্রেফতার পাকিস্তানের নাগরিক

UP Policeলখনউ, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে গ্রেফতার করা হল পাকিস্তানের এক নাগরিককে| শনিবার সকালে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ| পুলিশ সূত্রে খবর, ইরশাদ নামের ওই ব্যক্তি আসলে করাচির সৌদাবাদের বাসিন্দা| একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ২৮দিনের ভিসা নিয়ে গত ১১ নভেম্বর ভারতে এসেছিল ইরশাদ| ভিসার মেয়াদ পেরিয়ে গেলেও নিজের দেশে ফিরে যায়নি| গোপন সূত্রে খবর পেয়ে ফিরোজাবাদের শীতল খান রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ| ধৃত ইরশাদের বিষয়ে পাক হাই কমিশনারকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ফিরোজাবাদের এসপি উদয়শঙ্কর সিং|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *