BRAKING NEWS

সহকারী অধ্যাপক নিয়োগ পরীক্ষায় ত্রুটি ছিল, উচ্চ আদালতে স্বীকার টিপিএসসি’র

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ টিপিএসসির মাধ্যমে ১৫০ জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় যথেষ্ট ত্রুটি ছিল বলে আদালতে স্বীকার করেছে সরকারপক্ষ৷ বৃহস্পতিবার উচ্চ আদালতে শুনানির সময় ত্রুটি থাকার কথা স্বীকার করেছে টিপিএসসি বোর্ড৷ টিপিএসসি বোর্ডের ভূমিকায় বিরক্তি প্রকাশ করেছে মাননীয় আদালত৷ শীঘ্রই এই মামলার রায়ও ঘোষণা করবে হাইকোর্ট৷
ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ১৫০ জন সহকারী অধ্যাপক পদে নিয়োগে পরীক্ষা ক্ষেত্রে ত্রুটি ছিল বলে উচ্চ আদালতে স্বীকারোক্তি দিয়েছে৷ খোদ টিপিএসসি বোর্ড শুক্রবার উচ্চ আদালতকে দেওয়া স্বীকারোক্তিতে বলেছে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় ত্রুটি ছিল৷ গত মঙ্গলবারের পর বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়৷ এদিন দীর্ঘ প্রায় তিনঘন্টা যাবৎ প্রধান বিচারপতির বেঞ্চে হয় শুনানি৷ মামলার বিবাদীপক্ষের আইনজীবীরা এদিন তাদের ব ক্তব্য পেশ করেন৷ বাদিপক্ষের আইনজীবীরা যে সমস্ত অভিযোগ তথ্য সহ আদালতে তুলে ধরেন তা খন্ডন করার মত সঠিক তথ্য পেশ করতে পারেনি টিপিএসসি বোর্ড৷ এতে প্রধান বিচারপতি প্রচন্ড বিরক্তি প্রকাশ করেন৷ জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী অরুণকান্তি ভৌমিক৷
এদিন অরুণকান্তি ভৌমিক আরো জানান, প্রধান বিচারপতি জানিয়েছেন শীঘ্রই এই মামলার রায় ঘোষণা করবেন৷ শুক্রবার সকালে পুনরায় এই মামলার শুনানি হবে৷ তবে ধারণা করা যাচ্চে এদিন সম্পন্ন হতে পারে শুনানি৷ উচ্চ আদালতে ধাক্কা খেয়ে বিপাকে পড়তে হয়েছে রাজ্যের টিপিএসসি বোর্ডকে৷ এমনটাই মনে করছে অভিজ্ঞমহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *