BRAKING NEWS

ধর্ষিতাকে দেখতে হাসপাতালে, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ণ গিরিরাজের

Girirajনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে ধর্ষণ, নারী নির্যাতন সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে রাজ্য সফরকালে মন্তব্য করেছেন কেন্দ্রীয়  ক্ষুদ্র-মাঝারি শিল্প দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গিরিরাজ সিং৷ রাজ্য সফরকালে তিনি জিবি হাসপাতালে গিয়ে ধর্ষিতা এক কিশোরী উপজাতি কন্যাকে দেখে আসেন৷ তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন৷ ধর্ষিতা কিশোরীটির পরিবারের তরফে চিকিৎসা ব্যয় বহন করা কষ্টকর হয়ে ওঠায় দলের তরফে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে৷ জিবি হাসপাতাল সফরকালে সাংবাদিকদের মুখোমুখি কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, এই রাজ্যে মানিক সরকারের নেতৃত্বে  ২২ বছর ধরে বামফ্রন্ট ক্ষমতা রয়েছে৷ মানিক সরকারের দীর্ঘ শাসনকালে রাজ্যের মা-বোনেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ অথচ রাজ্য সরকারের তরফে নারীদের অধিকার নিয়ে গর্ব করা হয়৷ বর্হিরাজ্যে কোথাও ধর্ষণের ঘটনা ঘটলে বামেরা আন্দোলনে উৎলে উঠে৷ কিন্তু ত্রিপুরায় অহরহ এসব  ঘটনা ঘটলেও মানিক সরকার সহ অন্যান্য নেতা মন্ত্রীরা নীরব ভূমিকা পালন করে চলেছেন৷ উপজাতি কিশোরী কন্যা ধর্ষিতা হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও মুখ্যমন্ত্রী একটিবারের জন্য তাকে দেখে যাওয়ার প্রয়োজনীয়তাও অনুভব করেননি৷ এধরনের ঘটনার মধ্য দিয়ে বর্তমান রাজ্য সরকারের মানসিকতার পরিচয় মিলে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ এধরনের কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি৷ রাজ্যের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারকে যেখানে কঠোর মনোভাব গ্রহণ করার কথা সেক্ষেত্রে নমনীয় মনোভাব কিসের ইঙ্গিত বহন করছে সে প্রশ্ণও তুলেছেন তিনি৷ রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদির বিরুদ্ধে জনগণকে প্রতিবাদমুখর হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *