নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারী৷৷ সিয়াচেনে তুষার ধবসে চাপা পড়ে দশ জওয়ানের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেছে ভারতীয় সেনাবাহিনী৷ উল্লেখ্য, গতকাল ভোরে জম্মু ও কাশ্মীরের সিয়াচেনের হিমবাহে প্রবল তুষার ধবসের কবলে পড়েন এক জুনিয়র কমিশন অফিসার সহ সেনাবাহিনীর দশ জওয়ান৷ সমুদ্রতল থেকে প্রায় ১৯ হাজার ফুট উচ্চতায় ঐ ভয়ংকর তুষার ধবসে বরফের মধ্যে চাপা পড়ে যান মাদ্রাজ রেজিমেন্টের ঐ জওয়ানরা৷ খবর পেয়েই উদ্ধারকার্যে নেমে পড়ে সেনা ও বায়ুসেনা৷ উদ্ধারকার্যে বিশেজ্ঞ সেনার বিশেষ প্রশিক্ষত টিম এবং অত্যাধুনিক বরফ কাটার যন্ত্র এদিন আকাশ পথে লেহ শহরে পাঠানো হয়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ সেনার দশ জওয়ানই মৃত বলে খবর মিলে৷ তুষার ধবসে চাপা পড়ে জওয়ানদের মৃত্যুতে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় সেনা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন৷
2016-02-05