নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারী৷৷ কংগ্রেসের সাথে জোটের বিষয়ে সিপিএম কি চাইছে তা জানতে চাইলেন দলের সভানেত্রী সোনিয়া গান্ধী৷ সেই মতো কংগ্রেস নেতা আব্দুল মান্নানের কাছে বিস্তারিত খোঁজ খবর নেন তিনি৷ আদৌ সিপিএম কংগ্রেসের সাথে জোট চাইছে কিনা সেই সন্দেহ দূর করতেই সোনিয়া গান্ধী এবার বঙ্গের দলীয় নেতৃত্বদের মতামত বিশ্লেষণ শুরু করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল৷ সম্প্রতি দলের সহ-সভাপতির কাছে সিপিএমের সাথে জোটের বিষয়ে বঙ্গের একাধিক নেতৃত্বরা সওয়াল করেছেন৷ এমনকি তাদের দাবি পশ্চিমবঙ্গে সিপিএমও চাইছে তৃণমূলকে সরাতে কংগ্রেসের সাথে জোট গঠন করতে৷ সূত্র অনুসারে জানা গেছে, সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বকে জোটের প্রশ্ণে কি অবস্থান নিয়েছেন সেটাকেই কংগ্রেস সভানেত্রী গুরুত্ব দিচ্ছেন৷ তিনি আব্দুল মান্নানের সাথে বৈঠকে সরাসরি প্রশ্ণ করেছেন সিপিএমের রাজ্য নেতৃত্বরা জোট চাইলেও কেন্দ্রীয় নেতৃত্বরা কি জোট চাইছেন? মান্নানের দাবি জোট নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বদের মনোভাব ইতিবাচক৷
2016-02-05