BRAKING NEWS

রাজ্যপাল সকাশে এনডিসি’র টিম, মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক

CM NDCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ রাজ্য সফররত নেশন্যাল ডিফেন্স কলেজের (এনডিসি) কুড়ি সদস্যক ট্রেনিং অফিসাররা সোমবার রাজ্যপাল তথাগত রায় এবং মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সাক্ষাৎ করেছেন৷ ভারতীয় সেনা বাহিনীর লেঃ জেনারেল এন এস ভেই এর নেতৃত্বে প্রতিনিধি দলটি সোমবার সকালে রাজ্যপালের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন৷ এই প্রতিনিধি দলে ভারতীয় সেনা বাহিনী, বিমান বাহিনী এবং নৌ বাহিনীর আধিকারিক ছাড়াও বাংলাদেশ, সিঙ্গাপুর এবং নাইজেরিয়ার বিভিন্ন বাহিনীর আধিকারীকরা উপস্থিত ছিলেন৷ প্রতিনিধি দলের সাতে রাজ্যপাল তথাগত রায় মত বিনিময় করেন৷ তিনি তাঁদের ত্রিপুরা সফরে আসায় স্বাগত ও অভিনন্দন জানান৷ মত বিনিময়কালে রাজ্যপাল পূর্বোত্তরের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রতিনিধি দলটিকে অবহিত করেন এবং ইতিমধ্যে ছয় দিনের রাজ্য সফরে তাঁদের অভিজ্ঞতা সম্পর্কেও খোঁজ খবর নেন৷
এদিকে, মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকার, ডিজিপি কে নাগরাজ, মুখ্য সচিব যশপাল সিং সহ রাজ্য প্রশাসনের আধিকারীকদের সাথে এনডিসি’র প্রতিনিধি দলের এক সৌজন্যমূলক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজকর্মের চিত্র তুলে ধরেন৷ তাছাড়া, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন, রাজ্যের সড়ক, রেল, বিমান, বিদ্যুৎ, টেলি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন৷ কেন্দ্র-রাজ্য সম্পর্ক এবং রাজ্যে বিভিন্ন কাজকর্মের স্বচ্ছতার বিষয়েও তিনি আলোচনা করেন৷ উল্লেখ্য, রবিবার দুইদিনের রাজ্য সফরে আসেন এনডিসি’র প্রতিনিধি দল৷ মূলতঃ ভারত সহ বিদেশী রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর আধিকারীক এবং পুলিশ সার্ভিসের আধিকারীকগন ন্যাশনাল ডিফেন্স কলেজে ভারতের সামাজিক-রাজনৈতিক অধ্যয়ন বিষয়ক এক প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছিলেন৷ এই প্রশিক্ষণের সাথে সাজুয্য রেখেই শিবিরে অংশগ্রহণকারী আধিকারীকরা ভারতের বিভিন্ন রাজ্য পরিদর্শনে গিয়ে সেই সব রাজ্যের সামাজিক, রাজনৈতিক ও সাংসৃকতি ঐতিহ্য সহ বিভিন্ন কর্মসূচী সম্পর্কে অবহিত হচ্ছেন এবং অভিজ্ঞতা সঞ্চার করছেন৷ জানা গিয়েছে, প্রতিনিধি দলটি রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে দেখবেন৷ মহাকরণ সূত্রে জানা গিয়েছে এনডিসির প্রতিনিধি দল গত বছরও রাজ্য সফরে এসেছিলেন৷ তার আগে প্রায় কুড়ি বছর পূর্বে এই ধরনের প্রতিনিধি দল ত্রিপুরা সফরে এসেছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *