সিডনি, ১ ফেব্রুয়ারি (হি.স.): বোমাতঙ্কের জেরে আতঙ্ক ছড়াল গোটা সিডনি জুড়ে| সোমবার সকালে বোমাতঙ্কের পর পর খালি করে দেওয়া হতে থাকে অন্তত ১০টি স্কুল| তল্লাশি চালানো হয় সর্বত্র| পুলিশ জানিয়েছে, এদিন সকালে সিডনির একাধিক স্কুলে ফোন আসে| ফোনে জানানো হয় স্কুলে বোমা রাখা আছে| সঙ্গে সঙ্গে স্কুলগুলির তরফে ফোন করা হয় পুলিশকে| পুলিশ সূত্রে খবর, প্রথমে একটি স্কুল থেকে ফোন আসে| তার ঠিক পর পরই আসতে থাকে এমন একাধিক ফোন|
তার জেরেই বন্ধ করে দেওয়া হয় স্কুলগুলি| পড়ুয়াদের পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়িতে| নিউ সাউথ ওয়েলশ পুলিশের তরফে জানানো হয়েছে, অন্তত ৯টি স্কুলে তল্লাশি জারি রয়েছে|