নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে কেন্দ্রের বাজেট অধিবেশন| শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে| স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের পরই বাজেট অধিবেশন শুরু হওয়ার দিন নিশ্চিত করা হবে|
সূত্রের খবর, আগামী ৪ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| সেই বৈঠকেই মন্ত্রিপরিষদের সঙ্গে আলোচনা করে বাজেট অধিবেশন শুরু হওয়ার দিন স্থির করবেন তিনি| এবারের বাজেট অধিবেশনে মূলত সাধারণ বাজেট এবং রেল বাজেটে সরকারের বরাদ্দের উপরই সকলের নজর থাকবে| তবে পণ্য পরিষেবা বিল এবং জমি বিল পাশ করানো সরকারের মূল লক্ষ্য বলে সূত্রের খবর|
সাধারণত ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বাজেট অধিবেশন শুরু হয় এবং শেষ হয় মে মাসের প্রথমে| এবারেও তার ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না| প্রতি বছরের মত এবারেও ফেব্রুয়ারি মাসের শেষদিন অর্থাত্ ২৯ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করা হবে বলে আশা করা হচ্ছে| অর্থাত্ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম এবং পন্ডিচেরির বিধানসভা নির্বাচনের আগেই বাজেট অধিবেশন শেষ করবে কেন্দ্র| বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবারের বাজেট পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম এবং পন্ডিচেরির জন্য বিশেষ সুবিধা বরাদ্দ থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল|