মেলবোর্ন, ১৭ জানুয়ারি (হি.স.) : একদিনের ক্রিকেটে দ্রুততম ৭ হাজার রান করার সঙ্গে সঙ্গেই শচিন তেন্ডুলকরেরও একটি রেকর্ড ভাঙলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি | একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত ২৪ টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি| ১৬১ ইনিংসে জোড়া কৃতিত্ব অর্জন করলেন কোহলি|
মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় ম্যাচে ১১৭ বলে ১১৭ রান করেন কোহলি| কেরিয়ারে তাঁর এটি ২৪ তম সেঞ্চুরি| সমসংখ্যক সেঞ্চুরি করতে শচিনের লেগেছিল ২১৯ টি ইনিংস|
দ্রুততম ২৪ টি সেঞ্চুরির তালিকায় নাম রয়েছে রিকি পন্টিং (২৭৮ ইনিংস), সনত্ জয়সূর্য (৩৭০ ইনিংস) এবং কুমার সঙ্গাকারার (৩৭৮ ইনিংস)| কিন্তু কোহলি অনেক কম ইনিংস খেলে ২৪ টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন কোহলি|
এদিন ১৯ রান করার সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সকে পিছনে ফেলে একদিনের ক্রিকেটে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ডও গড়েন তিনি| ১৬৬ ইনিংসে ওই রান করেন এবি| কোহলি ওই রান করলেন ১৬১ ইনিংস খেলে| তালিকায় তৃতীয় সৌরভ গঙ্গোপাধ্যায় (১৭৪ ইনিংস)| এরপর রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (১৮৩), ডেসমন্ড হেইন্স (১৮৭), জ্যাক কালিস (১৮৮), সচিন (১৮৯)|
এছাড়াও এদিন শিখর ধবনের সঙ্গে্ জুটিতে নয়া রেকর্ড গড়লেন কোহলি| কোহলি-ধবন জুটিতে ১১৯ রান মেলবোর্নে ভারতের দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ| এর আগে ১৯৮১-তে সুনীল গাওস্কর ও দীলিপ ভেঙ্গসরকারের জুটিতে উঠেছিল ১০১ রান|