অর্থাভাবে চিকিত্সা হচ্ছে না দুই বছরের অসুস্থ শিশুটির

Healthচামুর্চি, ১২ জানুয়ারি (হি.স) :   ছেলের অসুখের জন্য অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বানারহাটের কঁাঠালগুড়ি চা বাগানের শ্রমিক পরিবারটি| চিকিত্সকদের একাংশের অনুমান ২ বছরের   রাহুল নামে ওই শিশু পুত্রটির হার্টে ফুটো রয়েছে| অর্থাভাবে হাসপাতালেও ভর্তি করাতে পারেন নি তার বাবা মা|  বাগানের মুন্সি লাইনে বাড়ি রাহুলদের|  আগে বাবা ভগবান দাস করওয়া ও মা বীরসমুনি করওয়া দুজনেরই বাগানে কাজ থাকলেও পরে বাগানের রুগ্ন দশার কারণে একজনকে কাজ ছাড়তে হয়| এখন বীরসমুনির একার উপার্জনেই সংসার চলে| বীরসমুনি ও ভাগবানদাস জানান, জন্মের কিছুদিন পরই বাগানে আসা সরকারি স্বাস্থ্য শিবিরের চিকিত্সকরা বলেছিলেন রাহুলের হার্টে সম্ভবতঃ ফুটো আছে| কয়েকটি ডাক্তারি পরীক্ষা করার পরামর্শ দিলেও অর্থাভাবে সেগুলো করা হয়ে ওঠেনি| গত দিন সাতেক ধরে ছেলের বুক থেকে অদ্ভুত শব্দ বেরিয়ে আসছে নিশ্বাস প্রশ্বাসের সঙ্গে| ঘাবড়ে গিয়ে প্রথমে বানারহাট হাসপাতাল হয়ে বীরপাড়ায় একজন চিকিত্সকে দেখানো হয়| তিনি বলেন বুকে কফ জমেছে ওষুধ দিয়েছেন বটে তবে পর্যাপ্ত ওষুধ কেনার মতো সামর্থ নেই| তাছাড়া ছেলের অসুখের কারণে প্রায় দু সপ্তাহ ধরে কাজেই যেতে পারছে না  বীরসমুনি| কিভাবে কি হবে বুঝে উঠতে পারছি না| বাগানেরই বাসিন্দা ডুয়ার্স জাগরণ নামে এক বেসরকারি সংস্থার সদস্য অমিত মাহালী শিশুটির অবস্থার কথা শুনে এগিয়ে এসেছেন সহায়তার জন্য| তিনি বলেন, আমি খুব শীঘ্রই শিশুটিকে হাসপাতালে ভর্তি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব| পাশাপাশি ব্লক স্বাস্থ্য আধিকারিকের নজরে বিষয়টি এনে কতটুকু সহায়তা করা যায় ওই পরিবারটিকে সেই চেষ্টা করছি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *