BRAKING NEWS

কেন্দ্রের জটিল গাইড লাইনই অসমে গ্রামোন্নয়নের টাকা খরচে বাধা, মন্ত্রীর অদ্ভুত যুক্তি

rakibul hossainগুয়াহাটি, ১০ জানুয়ারি, (হি.স.) : রাজ্যের গ্রামোন্নয়ন খাতে কেন্দ্র প্রদত্ত ২৯২ কোটি টাকা চার মাসেও গ্রাম পঞ্চায়েতগুলিতে অসম সরকার পাঠায়নি| কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী নিহালচাঁদের এই বিস্ফোরক খোলাসার পর এবার মুখ ঢাকতে গিয়ে কেন্দ্রর গাইড লাইনকে দোষারোপ করছে রাজ্য| নিহালচাঁদের অভিযোগের জবাব দিতে গিয়ে এতদিন ধরে কেন্দ্র প্রদত্ত এত টাকা গ্রাম পঞ্চায়েতগুলিতে পাঠানো হয়নি তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাজ্যের গ্রামোন্নয়নমন্ত্রী রকিবুল হুসেন নিজেদের ব্যর্থতা ঢাকতে নানা ধরনের অদ্ভুত যুক্তি তোলে ধরেছেন| বলেছেন, কেন্দ্রের জটিল গাইড লাইনের জন্যই নাকি রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলির উন্নয়নের জন্য কেন্দ্র প্রদত্ত বিশাল অঙ্কের টাকা পাঠানো যায়নি| গ্রামোন্নয়নের মতো  একটি গুরুত্বপূর্ণ খাতে গত ১৮ আগস্ট বিশাল অঙ্কের এই টাকা পেয়েও ব্যাপক মেধাবী ও বরিষ্ঠ বিশেষজ্ঞ-আধিকারিক সম্পন্ন রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ একটি গাইড লাইন তথা নিয়ম-নীতি সম্পূর্ণ করে টাকা খরচ করার পথ বের করতে কেন পারে না তা-নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে| এতে করে রাজ্য সরকারের ব্যর্থতাকেই মন্ত্রী রকিবুল খোলসা করে দিয়েছেন বলে মনে করা হচ্ছে| তিনি অভিয়োগ, জটিল গাইড লাইন বেঁধে দিয়ে আসলে অসম যাতে টাকা না-পায় তার ব্যবস্থাই করেছে কেন্দ্র|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *