নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ অমরপুরে গাছের ডাল পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতের নাম মালু মিয়া৷ বাড়ি ডালাক এলাকায়৷ জানা যায়, ঐ ব্যক্তি গাছ কাটার ব্যাপারে খুবই দক্ষ বলে পরিচিত৷ এক ঠিকেদার গাছ কাটানোর জন্য তাকে পাহারপুরের ডালাসিং পাড়ায় নিয়ে যান৷ গাছ কাটার সময় বেলা আড়াইটা নাগাদ আচমকা একটি গাছের ডাল তার মাথায় ভেঙে পড়ে৷ তাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মালু মিয়া নামে ঐ ব্যক্তি৷ তাকে সঙ্গে সঙ্গে অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
2016-01-09