গুয়াহাটি, ০৩ জানুয়ারি, (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংযের কাছে তাঁর একই দাবি, বছরের পর বছর ধরে নানা গ্যাঁড়াকলে আবদ্ধ অবৈধ বাংলাদেশি প্রতিরোধে ইতিবাচক পদক্ষেপ নেওয়া, বিদেশি চুক্তির সফল বাস্তবয়ন করতে তত্কালীন কেন্দ্রীয় সরকারের পদাঙ্ক অনুসরণ না করে উদ্ভূত এই সমস্যাবলি সমাধানে কেন্দ্রের বর্তমান সরকার ইতিবাচক ভূমিকা গ্রহণ করুক| কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার আগে গুয়াহাটি বিমানবন্দরে দাঁড়িয়ে আসু-র উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য এব্যাপারে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, বিদেশির ভারে নু্যব্জ অসমের অস্তিত্ব সংকটাপন্ন| অবৈধ বাংলাদেশি বিতারণের দাবিতে ঐতিহাসিক অসম আন্দোলনের ভিত্তিতে তত্কালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে অসম চুক্তি সম্পাদিত হয়েছিল| কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই অসম চুক্তির প্রতি বিগত তিরিশ বছর ধরে কোনও সরকারই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি| তাই সমস্যা আরও জটিল রূপ ধারণ করেছে| এই সমস্যার পাশাপাশি এখন মৌলবাদীদের আগ্রাসনে পড়ে অসমে সার্বভৌমত্ব রক্ষার বিষয়টিও এক বিরাট হুমকির মুখে| অসম চুক্তি বাস্তবায়ন, অবৈধ বিদেশি বিতারণ, মৌলবাদীদের দাপাদাপি বন্ধ করতে কেন্দ্রের সরকার বদল করতে তাঁরা মুখ্য ভূমিকা নিয়েছিলেন| সরকার বদল হয়েছে, সমুজ্জ্বলদের প্রত্যাশা, এই সরকার কিছু একটা করবে| তাই সীমান্ত সমস্যাবলি চোখে আঙুল দিয়ে দেখাতে তাঁর নেতৃত্বে আসু-র এক প্রতিনিধি দলও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন বলে জানান সমুজ্জ্বল| আজ করিমগঞ্জ এবং আগামীকাল সোমবার ধুবড়ি সেক্টরে ভারত-বাংলা সীমান্ত পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর ছায়াসঙ্গী হবেন তাঁরা, জানান সমুজ্জ্বল ভট্টাচার্য| উল্লেখ্য, গত দশ বছর আগে তকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিলেরও সফরসঙ্গী হয়ে রাজ্যের দুই আন্তর্জাতিক সীমাঅ্ পরিদর্শনে গিয়েছিলেন সমুজ্জ্বলরা|
2016-01-03