করিমগঞ্জ (অসম), ০৩ জানুয়ারি, (হি.স.) : সকাল এগারোটায় শিলচরের কুম্ভিরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে হেলিকপ্টারে সোজা চলে এসেছেন করিমগঞ্জের শহর সংলগ্ন বিবদমান ভারত-বাংলা আন্তর্জাতিক ৩.৫ কিলোমিটার সীমান্ত পরিদর্শনে| তাঁর সঙ্গে রয়েছেন সারা অসম ছাত্র সংস্থার উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্যসহ আসু-র এক প্রতিনিধিবর্গ| সেখান থেকে আজ বিকেলেই ফিরে সাড়ে চারটে নাগাদ গুয়াহাটিতে রাজ্য অতিথিশালা প্রেক্ষাগৃহে বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| আগামীকাল সোমবার যাবেন ধুবড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে| ধুবড়ি থেকে এসে গুয়াহাটিতে অনুষ্ঠেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সেইল-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করবেন সিং| আসু প্রতিনিধিদের সঙ্গে নিয়ে করিমগঞ্জের শহর-লাগোয়া দেওয়াপুর-সরিষার দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার সীমােঅ্র সর্বশেষ পরিস্থিতির খবর নেন তিনি| উল্লেখ্য, ওই এলাকায় কাঁটাতারের বেড়া সংস্থাপনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বহুদিন ধরে আপত্তি জানানোয় সেখানে ওই কাজ সম্পূর্ণ হয়ে উঠছে না| বিবদমান ওই সীমান্ত পরিদর্শন করার পর বাকি ৮৮.৫ কিলোমিটার সীমান্তও সরজমিনে পরিদর্শন করেছেন বলে জেলা প্রশাসনের এক শীর্ষ সূত্র জানিয়েছে| সূত্রটি জানিয়েছে, সীমান্ত এলাকা পরিদর্শনের পর বরাক উপত্যকার তিন জেলায় মোতায়েন বিএসএফ এবং করিমগঞ্জ জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ| এছাড়া, এদিন দুপুর সাড়ে বারোটায় জেলার রামকৃষ্ণনগরে বিজেপি আহূত এক সমাবেশে ভাষণও দেন সিং| এখানে জেলা বিজেপি-র পক্ষ থেকে শীঘ্র করিমগঞ্জ শহর সংলগ্ন সীমান্তে সিঙ্গল লাইন বর্ডার ফ্যাংসিঙের কাজ সম্পূর্ণ করা, মহিষাসন (দেশ বিভাজনের আগে এই রুটেই বাংলাদেশ হয়ে করিমগঞ্জ থেকে কলকাতায় যাতায়াত করা হত) থেকে বাংলাদেশ হয়ে কলকাতা ফের ট্রেন চালু করা, কাছাড় জেলার লক্ষ্মীপুর থেকে বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত জলপথের কাজ ত্বরান্বিত করা ইত্যাদি দাবি সংবলিত এক স্মারকপত্র তাঁর হাতে তুলে দেওয়া হবে| এখানে উল্লেখ করা যেতে পারে, গোটা বরাক উপত্যকায় ভারত-বাংলা সীমান্তের দৈর্ঘ্য ১২৪ কিলোমিটার| এর মধ্যে কাছাড় জেলায় ৩৯ এবং করিমগঞ্জ জেলায় ৯২ কিলোমিটার| বেশিরভাগ অংশে কাঁটাতারের বেড়া সংস্থাপিত হলেও বাংলাদেশের আপত্তি ও কিছু কিছু অংশে ভৌগোলিক অসুবিধার জন্য এখনও তা হয়ে ওঠেনি|
2016-01-03