চিকিৎসায় গাফিলতিতে জিবিতে প্রাণ গেল শিশুর

AGMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ রাজ্যের চিকিৎসা পরিষেবায় ফের গাফিলতির অভিযোগ উঠেছে৷ ছয় বছরের এক শিশু জি বি হাসপাতালে চিকিৎসকদের গাফিলতিতে মারা গিয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, তেলিয়ামুড়ার বাসিন্দা শিবু দাসের ছয় বছরের ছেলে মনদ্বীপ দাস গতকাল বাড়িতেই খেলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়৷ সঙ্গে সঙ্গেই তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জি বি হাসপাতালে রেফার করে দিয়েছিলেন৷ [vsw id=”RlNe35pQyDM” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]বিকালে জি বি হাসপাতালে নিয়ে আসলে তাকে ভর্তি করা হয়৷ শিশুটির বাবা অভিযোগ করেছেন, তার ছেলেকে হাসপাতালে ভর্তি করার পর কোন চিকিৎসকই গুরুত্ব দিয়ে দেখেননি৷ এক সময় তাঁর ছেলেকে দুটি ইঞ্জেকশন পুশ করা হয়৷ এর পর থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে অভিযোগ৷ শিশুটির সঙ্কটজনক অবস্থা দেখে নিকটাত্মীয়রা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন বারবার৷ কিন্তু কোন চিকিৎসকই গুরুত্ব দেননি৷ তাতে শিশুটির শারীরিক অবস্থা একসময় উদ্বেগজনক হয়ে যায়৷ শনিবার সকালে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ এদিন শিশুটির বাবা তাঁর ছেলের মৃত্যুর জন্য চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের গাফি- লতিকেই দায়ি করেছেন৷ সঠিক সময়ে চিকিৎসা করা হলে তাঁর ছেলে প্রাণে বেঁচে যেত বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন৷