পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হঠাইতে গিয়া কংগ্রেসও একইভাবে নিজের পায়ে কুড়াল মারিতে এতটুকু দ্বিধা করিল না৷ ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও কেরলে মূলত কংগ্রেস সিপিএম লড়াই’র ট্রেডিশান চালিয়াছে৷ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে বধ করিতে গিয়া সিপিএম এবং কংগ্রেস একে অপরের সর্বনাশে ব্রতী হইয়াছে৷ একথা স্বীকার করিতেই হইবে যে, সিপিএম বিরোধীতার মধ্য দিয়া যাহারা কংগ্রেসের সঙ্গে যুক্ত তাহারা সিপিএমের সঙ্গে জোটকে কি মানিয়া নিতে পারিবে? একই অবস্থা সিপিএম দলের৷ যে সিপিএম কর্মীরা উঠিতে বসিতে কংগ্রেসের মুন্ডুপাত করিত, কংগ্রেস বিরোধীতার মধ্য দিয়া যে দলের উত্থান সেই সিপিএম কর্মীরা কি কংগ্রেসের সঙ্গে জোট বা সখ্যতা অন্তর হইতে মানিয়া নিতে পারিবে? সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে হয়তো অনেকেই কংগ্রেসের সংগে দোস্তিকে মানিয়া নিতে পারিবে বলিয়া মনে হয় না৷ পশ্চিমবঙ্গে কংগ্রেস গড়িয়া উঠিয়াছে সিপিএম বিরোধীতার মধ্য দিয়া৷ সেখানে এই জোট বদ্ধতা তৃণমূলকে হঠাইতে পারিবে? ইহা কি সাধারণ কর্মী সমর্থকদের মনের ইচ্ছা? আসলে স্বাধীনতার পরবর্তী সময় হইতে সিপিএম বা কমিউনিস্ট পার্টি চলিয়াছে আপন গতিতে৷ কংগ্রেসকে হঠাইয়া ক্ষমতা দখলের জন্য অন্যান্য বামপন্থী দলগুলিকে নিয়া বামফ্রন্ট গঠন করিয়াছে৷ পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের আঁতাতের ফলশ্রুতিতেই তো বামফ্রন্টকে হঠানো সম্ভব হইয়াছে৷ তৃণমূল কংগ্রেসকে হঠাইতে গিয়া কংগ্রেস দলই তো হঠিয়া যাওয়ার উপক্রম হইতেছে৷ ত্রিপুরা পশ্চিমবঙ্গে এমন কি কেরলে ইতিমধ্যেই কংগ্রেস দল প্রশ্ণ চিহ্ণের সামনে দাঁড়াইয়া গিয়াছে৷ এই দল কোন সেন্টিমেন্টের উপর দাঁড়াইবে? যে দল এতকাল কমিউনিস্টদের বিরুদ্ধেই সংগ্রাম মুখর চালাইয়া অস্থি মজ্জার মধ্যে বহিয়াছে সেখানে সেই দলের সংগে দোস্তি করিবে কি করিয়া৷ শ্লোগান, নীতি আদর্শ কি হইবে?
ত্রিপুরায় কংগ্রেসের কান্ডকীর্তি দেখিয়া হতাশাগ্রস্ত বহু কংগ্রেসী তো সিপিএম দলে যোগ দিয়াছেন৷ অনেকে আশ্রয় নিয়েছেন বিজেপি ও অন্যান্য দলে৷ কমিউনিস্টদের সঙ্গে জোটে যাইতে যদি বাধা না থাকে তাহা হইলে ওই দলে তো কংগ্রেসীরা অনায়াসে নাম লেখাইতে পারেন৷ সেই অবস্থাই হইবে যদি কংগ্রেস সিপিএম জোট গড়িয়া উঠে৷ পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সামনে এখন একটিই লক্ষ্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা হইতে হঠানো৷ যদি কংগ্রেস-সিপিএম এক জোট হয় তাহা হইলে সেখানে কংগ্রেসের সমাধি রচনা হইয়া যাইবার সম্ভাবনা যে প্রবল তাহা রাজনীতির হিসাবেই তো বুঝা যায়৷ একথা জোরের সঙ্গেই বলা যাইতে পারে কংগ্রেস ও সিপিএমে জোট হইতে পারে না৷ ইহাতে ক্ষতি উভয় দলেরই৷ আর জোটের জন্য যেভাবে টানা পোড়েন চলিতেছে তাহাতে কংগ্রেসের যে অপূরণীয় ক্ষতি হইয়া গেল তা সহজে পূরণ হইবার নহে৷ রাজনীতিতে এই ইতিহাস নতুন খাতে বহিতেছে৷ বহু সুবিধাভোগী দল অতীতে ধুলিসাৎ হইয়া গিয়াছে৷ কংগ্রেস বোধহয় সেই পথেরই অনুসারী হইতে চলিয়াছে৷ মরণকালে বুদ্ধিনাশ হইলে যায় হয় কংগ্রেস কি সেই পথে হাটিতেছে না?
2016-01-02