‘দলিত’ ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে

মুম্বই, ১১ সেপ্টেম্বর (হি.স.): সংবাদমাধ্যমকে ‘দলিত’ শব্দ ব্যবহার থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছে প্রশাসন। প্রশাসনের এই নির্দেশিকাকে বিরোধিতা করে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় সমাজাকি ন্যায় ও স্বনির্ভর মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা আরপিআই দলের নেতা রামদাস আঠওয়ালে।
এই বিষয়ে তিনি জানিয়েছেন, সরকারি নথিতে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি শব্দ ব্যবহার করা হয়। আমরা চাই দলিত শব্দটাও ব্যবহার করা উচিত। কিন্তু ‘দলিত’ শব্দ ব্যবহার না করার প্রশাসনের পরামর্শকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব। উল্লেখনীয়, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে সংবাদমাধ্যমগুলিকে ‘দলিত’ শব্দবন্ধের ব্যবহার থেকে বিরত থাকার জন্য বলা হয়। তার প্রেক্ষিতে সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।