নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কেন্দ্রের হস্তক্ষেপের দাবীত বুধবার রাজ্যপাল তথাগত রায়ের সাথে দেখা করেছেন বিজেপি রাজ্য কমিটির এক প্রতিনিধি দল৷ স্মারক লিপি তুলে দিয়েছেন৷ এদিন, প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যপালকে গত কয়েকদিনের রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন৷ দলীয় কর্মীরা ক্রমাগত আক্রান্ত হচ্ছেন৷ এই খবর রাজ্যপালকে জানানো হয়েছে৷ কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবীর প্রতি রাজ্যপাল সহমত পোষণ করেছেন বলে বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক জানিয়েছেন৷
2017-06-29

