বছরে ১০ শতাংশের বেশি বাড়ানো চলবে না অক্সিমিটারের দাম

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): করোনা পরিস্থিতিতে কালোবাজারী রুখতে কঠোর হল কেন্দ্র সরকার । কেন্দ্রের পক্ষ থেকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে অক্সিমিটারের দাম বছরে ১০ শতাংশের বেশি বাড়ানো চলবে না ।

করোনা পরিস্থিতিতে হু হু করে বাড়ছে অক্সিমিটারের চাহিদা । এর এই সুযোগে পালস অক্সিমিটার, রক্তে শর্করা ও রক্তচাপ মাপার যন্ত্র সহ করোনা চিকিৎসায় ব্যবহৃত সামগ্রীর দাম বাড়িয়ে চলেছে একশ্রেনীর আসাধু ব্যবসায়ী । এবার অক্সিমিটারের দাম নিয়ন্ত্রণে নোটিস জারি করল কেন্দ্র । কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বছরে ১০ শতাংশের বেশি দাম বাড়ানো চলবে না। কালবাজারী রুখতে উৎপাদনকারী এমআরপি ডিটেলস সরকারকে জানাতে হবে বলেও জানানো হয়েছে। এরফলে কিছুটা হলেও উপকৃত হবেন সাধারণ মানুষ ।