কলকাতা, ২৩ এপ্রিল (হি . স.) : করোনার বেলাগাম সংক্রমণের কারণে ও নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকার পরেই সব নির্বাচনী জনসভা বাতিল করার সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভার পরিবর্তে ভার্চুয়াল সভা করবেন। বৃহস্পতিবার রাতে টুইট করে এ কথা জানিয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো।
তৃণমূলের তরফে জানানো হয়েছে শুক্রবার বেলা সাড়ে বারোটায় দুর্গাপুরের একটি হোটেলে পশ্চিম বর্ধমান জেলার ৯ তৃণমূল প্রার্থীর সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূলনেত্রী। তাঁরা করোনা বিধি মেনে সেখান থেকে সাংবাদিক সম্মেলন করবেন। প্রশ্ন উঠছে, সেই বিধি কতটা মানা হচ্ছে, কে তার নজরদারি করবেন। কারণ, কোনও সমাবেশেই ছ’ফুটের দূরত্ববিধি মানা হচ্ছে না। পশ্চিম বর্ধমান জেলার ৯ কেন্দ্রে ভোট সপ্তম পর্যায়ে, আগামী সোমবার।
কলকাতা হাইকোর্টের তীব্র তিরস্কারের পরেই বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাকি দুই দফার ভোটপ্রচারে রোড শো ও মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি জনসভাতেই ৫০০-র বেশি জমায়েত করা যাবে না বলে নির্দেশিকা জারি করা হয়।
কমিশনের নির্দেশিকা জারির পরেই টুইট করে পূর্ব নির্ধারিত সব জনসভা বাতিল করার কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ‘দেশজুড়ে যেভাবে করোনার সংক্রমণ বেড়ে চলেছে এবং নির্বাচন কমিশন যে নয়া নির্দেশিকা জারি করেছে তার পরিপ্রেক্ষিতে আমার পূর্ব নির্ধারিত সব জনসভা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। ভার্চুয়াল সভার মাধ্যমেই সাধারণ মানুষের কাছে পৌঁছব। কবে এবং কখন সেই ভার্চুয়াল সভা হবে, তা খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে।