BRAKING NEWS

এবার কানাডা, ভারতের সঙ্গে বন্ধ করল বিমান যোগাযোগ

অটোয়া, ২৩ এপ্রিল (হি.স.): ব্রিটেন ও হংকংয়ের পর এ বার কানাডা। কানাডাও ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিল। ভারতের পাশাপাশি পাকিস্তান থেকে আসা সমস্ত যাত্রিবাহী বিমানের প্রবেশ নিষিদ্ধ করল কানাডা। ভারত ও পাকিস্তানে করোনার বাড়বাড়ন্তের জন্যই আগামী ৩০ দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন কানাডার পরিবহণ মন্ত্রী ওমর আলঘাবরা। যাত্রিবাহী বিমান বন্ধ থাকলেও পণ্যবাহী বিমান চলবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আলঘাবরা বলেছেন, ‘‘ভারত ও পাকিস্তান থেকে কানাডা আসা যাত্রিবাহী বিমানে বেশ কয়েক জনের কোভিড ধরা পড়েছে। তাই ৩০ দিনের জন্য ওই দুই দেশ থেকে সমস্ত বাণিজ্যিক এবং ব্যক্তিগত যাত্রিবাহী বিমান বাতিল করা হচ্ছে। তবে এটা সাময়িক পদক্ষেপ।’’ যাত্রিবাহী বিমান বাতিল হলেও টিকা এবং জরুরি পরিষেবার পণ্য আমদানি, রফতানির জন্য পণ্যবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *