কৃষকদের শান্ত থাকার আর্জি জানিয়ে টুইট রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি. স.) : সাধারণতন্ত্র দিবসে কৃষক বিক্ষোভের জেরে রণক্ষেত্রের রূপ নিল রাজধানী দিল্লি৷  মঙ্গলবার দিল্লির বিভিন্ন প্রান্তে পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ বাধে বিদ্রোহী কৃষকদের৷এদিন কৃষকদের শান্ত থাকার আর্জি জানিয়ে টুইট করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷


পাশাপাশি এই তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিও জানান তিনি৷ এদিন টুইট করে রাহুল বলেন, ‘‘হিংসা কোনও সমস্যার সমাধান নয়৷ কেউ আহত হলে ক্ষতি হলে আমাদের দেশের৷ দেশের স্বার্থের কথা ভেবে কৃষি আইন প্রত্যাহার করা উচিত৷’’


এদিন টুইট করে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, ‘‘খুবই দুর্ভাগ্যজনক৷ আমি প্রথম থেকেই কৃষকদের আন্দোলনকে সমর্থন করি৷ কিন্তু আইন-শৃঙ্খলা লঙ্ঘন করাকে সমর্থন করি না৷ প্রজাতন্ত্র দিবসে তেরঙ্গা ছাড়া আর অন্য কোনও পতাকা উড়তে পারে না৷’’