নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি. স.): কৃষক এবং শ্রমিকদের সমস্যাগুলিকে গুরুত্ব না দিয়ে উদ্যোগপতিদের ফায়দা করে দিচ্ছে মোদী সরকার। বছরের শেষ দিনে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।তিনি আরও দাবি করেছেন, ২০২০ সালে উদ্যোগপতিদের ২৩ ট্রিলিয়ন ডলারের বেশি ঋণ মকুব করা থেকে এটা প্রমাণিত যে সরকার শুধুমাত্র পুঁজিপতিদের হিতৈষী।
বছরের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী নিজের টুইট বার্তায় লিখেছেন, কয়েকজন উদ্যোগপতির ২৩ ট্রিলিয়ন ৭৮ বিলিয়ন ৭৬ কোটি টাকা ঋণ এবছর মোদী সরকার মকুব করে দিয়েছে। এটাই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের প্রকৃত স্বরূপ। এই অর্থ দিয়ে দেশের ১১ কোটি পরিবার এর প্রতিটি ২০ হাজার টাকা দিয়ে সহায়তা করা যেতে পারত। বর্তমানে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র পুঁজিপতি এবং বড় উদ্যোগপতিদের লাভবান করার জন্য কাজ করে চলেছে।
উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস রাহুল গান্ধীর দেশে না থাকার কারণ নিয়ে নিন্দায় সরব হয় কেন্দ্রের শাসক দল বিজেপি। এবার পাল্টা দেশের আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কেরলের ওয়ানাডের সাংসদ।