BRAKING NEWS

পূর্বঘোষিত ট্রাক্টর মিছিল কর্মসূচি বাতিল করল কৃষকরা

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি. স.): বুধবার দিল্লির বিজ্ঞান ভবনে বিক্ষোভরত ৪০টি কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে ইতিবাচক বৈঠক হয় কেন্দ্রীয় সরকারের। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বৈঠকে মূলত চারটি বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে দরকষাকষি চলে কৃষক সংগঠনের নেতাদের। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেদিনের বৈঠক ইতিবাচক হওয়ার জেরে বৃহস্পতিবার বিক্ষোভরত কৃষকরা ট্রাক্টর মিছিল বাতিল করে দেয়।

বৃহস্পতিবার ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকিয়াইত জানিয়েছেন, তিনটি নতুন কৃষি আইন নিয়ে সরকার এবং কৃষকদের মধ্যে কোন রকমের সমঝোতা হয়নি। পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে ফের আলোচনা হবে। আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত দিল্লির সীমান্তবর্তী এলাকায় কৃষকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন জারি রাখবে। বুধবারের আলোচনায় সরকারপক্ষ থেকে ইতিবাচক মনোভাব দেখিয়েছে তার জেরে কৃষকরা আশা প্রকাশ করছে যে শীঘ্রই সমস্ত দাবি মেনে নেওয়া হবে। পরিস্থিতি যেহেতু ইতিবাচক দিকে চলেছে তাই পূর্বনির্ধারিত ট্রাক্টর রেলি এদিন বাতিল করা হলো। কৃষক সংগঠনের নেতারা নিজেদের পরবর্তী কৌশল ঠিক করতে ২  জানুয়ারি সিংঘু সীমান্তে নিজেদের মধ্যে বৈঠক করবে। কৃষক সংগঠনের নেতারা মনে করে নতুন কৃষি আইন বাতিল করায় একমাত্র উপায়। সংশোধন করলে কাজ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *