নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি. স.): কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে ৮ ডিসেম্বর, মঙ্গলবার দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে বিভিন্ন কৃষক সংগঠনগুলির। কৃষকদের ডাকা এই বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, আরজেডি, তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী দলগুলোর পর এই বনধকে সমর্থন জানাল কংগ্রেস।
রবিবার রাজধানী দিল্লিতে দলের সদর কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রবীণ কংগ্রেস নেতা পবন খেরা জানিয়েছেন, ৮ ডিসেম্বরের ভারত বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। ওইদিন দেশের মধ্যে থাকা কংগ্রেসের প্রতিটি দলীয় কার্যালয়ে থেকে বিক্ষোভ প্রদর্শন করা হবে। কৃষকদের জন্য রাহুল গান্ধীর সমর্থনকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিক্ষোভ সাফল্যমন্ডিত করে তোলাই লক্ষ্য কংগ্রেসের।
দিল্লি সীমান্তবর্তী এলাকায় কৃষকদের বিক্ষোভ প্রসঙ্গে বলতে গিয়ে পবন খেরা জানিয়েছেন, ভারতে কৃষকদের বিক্ষোভ সাক্ষী গোটা বিশ্ব থেকেছে। তীব্র শীতের রাতে রাজপথে বসে সরকারকে নিজেদের কথা শোনানোর জন্য কৃষকদের যে মরিয়া চেষ্টা সবাই দেখেছে। এমন পরিস্থিতিতে কি করে তৈরি হল সেই মৌলিক প্রশ্নের উত্তর খুঁজে বের করা জরুরী। করোনা মহামারীর মধ্যে জুন মাসে তাড়াহুড়ো করে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র। নিজেদের কর্পোরেট বন্ধুদের খুশি করতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।
উল্লেখ করা যেতে পারে, শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সঙ্গে কৃষক সংগঠনের নেতাদের বৈঠক অমীমাংসিত থেকে যায়। নতুন তিনটি আইন বাতিলের দাবিতে অনড় থাকে কৃষক সংগঠনের নেতারা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে নতুন তিনটি আইন সংশোধন করা হবে। কিন্তু বাতিল করা হবে না।