আরও ২১৭ জন করোনা আক্রান্ত রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ রাজ্যে নতুন করে ২১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ একটি সরকারী সূত্রে এই সংবাদ জানা গিয়েছে৷ সূত্রের বক্তব্য বুধবার ৭৫২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ২১৭ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷


এদিকে, আক্রান্ত ২১৭ জনের মধ্যে পশ্চিম জেলায় ৮৩ জন, সিপাহীজলা জেলায় ৩৬ জন, গোমতী জেলায় ৪১ জন, খোয়াই জেলায় ১২ জন, উত্তর জেলায় ২৩ জন, ঊনকোটি জেলায় ১ জন, ধলাই জেলায় ৮ জন এবং দক্ষিণ জেলায় ১৩ জন৷


সূত্র মারফত আরও জানা গিয়েছে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় করোনা সীমাক্ষা টিমের প্রতিনিধরা ২০১১৭৭ বাড়িতে ভিজিট করেছে৷ এর মধ্যে ৪৭৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাতে ১৩৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তাছাড়া এদিন রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে ৫৭ জনকে ছেড়ে দেয়া হয়েছে সুস্থ হওয়ায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *