রায়পুর, ২ জুলাই (হি.স.): ছত্তিশগড়ে ফের হত্যালীলা চালাল মাওবাদীরা। ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় পরিবারের সদস্যদের সামনেই পুলিশ কর্মীকে খুন করল মাওবাদীরা। মাও-হামলায় আহত হয়েছেন ওই পুলিশ কর্মীর বাবা-মা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে জংলা থানার অন্তর্গত মাতওয়াড়া গ্রামে। নিহত পুলিশ কর্মীর নাম-এসিস্ট্যান্ট কনস্টেবল সোমারু পোয়াম। মেডিক্যাল লিভ নিয়ে বাড়িতে এসেছিলেন তিনি।
পুলিশ সুপার কমলোচন কাশ্যপ জানিয়েছেন, ফরসেগড় থানায় পোস্টিং ছিল এসিস্ট্যান্ট কনস্টেবল সোমারু পোয়ামের। ১০ জুন থেকে ছুটিতে ছিলেন তিনি।বুধবার রাতে পুলিশ কর্মীর বাড়িতে হানা দেয় কমপক্ষে ১২ জন মাওবাদী। বাড়িতে ঢোকার পর কুঠার, তীর-ধনুক দিয়ে হামলা চালায় মাওবাদীরা। ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁর বাবা-মা। পরে ওই পুলিশ কর্মীর মৃত্যু হয়।

