BRAKING NEWS

সুশান্ত সিং রাজপুত আত্মঘাতী

কলকাতা, ১৪ জুন ( হি স): সিনে জগতে ফের নক্ষত্র পতন। মাত্র ৩৪ বছর বয়সে আত্মঘাতী বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। রবিবার মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি খ্যাত অভিনেতার  ঝুলন্ত দেহ । অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুম্বাই ইন্ডাস্ট্রিতে।

নিজের বাড়িতেই আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। রবিবার মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। সেকথা ফোন করে পুলিশকে জানায় বাড়ির পরিচারক।কেন, কোন পরিস্থিতিতে এমন আত্মহনননের পথ বেছে নিলেন অভিনেতা! তা এখনও জানা যায়নি। জানা যাচ্ছে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। চলছিল চিকিৎসাও।

টেলিভিশন শো দিয়ে অভিনয় শুরু সুশান্তের। তাঁর জনপ্রিয় সিরিয়াল ছিল ‘পবিত্র রিস্তা।’ অঙ্কিতা লোখান্ডের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। রীতিমত ঘরে ঘরে চলত সেই ধারাবাহিক। ২০১৩ সালে তিনি অভিষেক কাপুরের ‘কোই পো চে ‘ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। এরপর একের পর এক ভালো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন সুশান্ত সিং রাজপুত। ধোনির বায়োপিকে অভিনয় করে দর্শকদের মনে অন্যতম জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। তাঁর সবচেয়ে উল্লেখ্য ছবিগুলি হল এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, কেদারনাথ। শেষ তাঁকে দেখা গিয়েছিল ছিছোরে ছবিতে ।কেরিয়ারের শীর্ষে থেকেও হঠাৎই কেন আত্মঘাতী হলেন অভিনেতা সেই প্রশ্ন ঘুরছে সকলের মনে । অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুম্বই ইন্ডাস্ট্রিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *