ত্রিপুরা ছোট রাজ্য হলেও তার ইতিহাস অতি প্রাচীন : রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ রাজ্যপাল রমেশ বৈস আজ আগরতলায় ব্যাম্বো এণ্ড কেইন ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ইন্টারন্যাশনাল ক্রাফট এক্সচেঞ্জ প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ দশ দিনব্যাপী এই অনুষ্ঠান ভারত এবং ভূটানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে৷


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, ত্রিপুরা ছোট রাজ্য হলেও তার ইতিহাস অতি প্রাচীন৷ এমনকি মহাভারতেও এর উল্লেখ পাওয়া যায়৷ ত্রিপুরা এবং উত্তর পূর্বের অন্যান্য রাজ্যগুলো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ৷ তিনি বলেন, ত্রিপুরার বাঁশ শিল্পীদের উৎসাহিত করতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ তিনি আশা প্রকাশ করেন এই উদ্যোগের মাধ্যমে ত্রিপুরা এবং ভূটানের শিল্পীগণ তাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন৷


এদিন রাজ্যপাল বলেন, ত্রিপুরায় প্রচুর বাঁশ উৎপাদন৷ গুণগত মানের দিকেও ওই বাঁশ খুবই উৎকৃষ্ট৷ ফলে, ওই বাঁশ দিয়ে উৎপন্ন সামগ্রীও মানুষের ভীষণ পছন্দ হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *