২০১৯ সালে বর্ষায় মৃত্যু হয়েছে ২,৩৯১ জন মানুষের : নিত্যানন্দ রাই

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): চলতি বছর অর্থাত্ ২০১৯ সালে বর্ষায় প্রাণ হারিয়েছেন ২,৩৯১ জন মানুষ| মঙ্গলবার লোকসভায় এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই| এছাড়াও ২০১৯ সালের বর্ষায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর, ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ লাখেরও বেশি বাড়ি|

লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে যখন বৃষ্টি ও বন্যার প্রকোপ ছিল, তখন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র ১৭৬টি টিম মোতায়েন ছিল, ওই ১৭৬টি এনডিআরএফ টিম ৯৮,৯৬২ জন মানুষকে উদ্ধার করেছে, এছাড়াও ২৩,৮৬৯ জন মানুষের কাছে ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে|

লোকসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে নিত্যানন্দ রাই আরও জানিয়েছেন, ‘২০১৯ সালে দক্ষিণ-পশ্চিম বর্ষার সময় বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে| বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৃষ্টি ও বন্যায় ২,৩৯১ জন মানুষ এবং ১৫,৭২৯টি গবাদি পশুর মৃত্যু হয়েছে| ক্ষতিগ্রস্ত হয়েছে ৮,০০,০৬৭টি ঘরবাড়ি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *