বাড়তে চলেছে ইপিএফ-এ সুদের হার

মুম্বাই, ৩০ আগস্ট (হি. স.) : খুব শীঘ্রই বাড়তে চলেছে ইপিএফ-এ সুদের হার  । এ ব্যাপারে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক খুব শিগগিরি বিজ্ঞপ্তি জারি করবে বলে শুক্রবার জানিয়েছেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ গাংওয়ার। তিনি বলেন, ২০১৮-২০১৯ আর্থিক বছর থেকেই ৮.৬৫ শতাংশ হারে ইপিএফ-এর আমানতের উপরে সুদ পাবেন কর্মচারীরা। এই ঘোষণার ফলে উপকৃত হবেন প্রায় ৬ কোটি চাকুরিজীবী৷

বর্তমানে কর্মচারী ভবিষ্য নিধি তথা ইমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ডে ৮.৫৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। ২০১৭-১৮ আর্থিক বছরে এটা স্থির করা হয়েছিল। তারপর থেকে আর ইপিএফ-এ সুদ বাড়েনি। শুক্রবার, ফিকি-তে এক অনুষ্ঠানে এ ব্যাপারে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী জানান, এপিএফ-এ ৮.৬৫ শতাংশ হারে সুদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে অর্থ মন্ত্রকও আপত্তি করেনি।  খুব তাড়াতাড়ি এই ইস্যুতে নোটিফিকেশন জারি করা হবে বলে জানিয়েছেন শ্রম মন্ত্রী৷ ফিকির এক কনফারেন্সের পর সাংবাদিকদের ইপিএফে সুদের হার বৃদ্ধির কথা জানান শ্রম মন্ত্রী৷ তিনি বলেন অর্থ মন্ত্রকের সম্মতি মেলার পরেই নোটিফিকেশন জারি করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *