দুবাই, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : এশিয়া কাপে রোহিত-ধাওয়ানের দুরন্ত ব্যাটিংয়ের আইসিসির একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে এগোলেন দুই ভারতীয় ওপেনার৷
রবিবার প্রকাশিত আইসিসি’র ব্যাটসম্যানদের ক্রমতালিকায় দু’ধাপ উঠে দু’নম্বর স্থান পেলেন ‘হিটম্যান’৷ এটাই রোহিতের কেরিয়ারের সেরা একদিনের ব়্যাঙ্কিং৷ এশিয়া কাপে ব্যাট হাতে পাঁচ ম্যাচে একটি শতরান সহ রোহিতের সংগ্রহ ৩১৭ রান৷ টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচেই রোহিতের ব্যাটে শুরুটা দারুণ করে ভারত৷ গ্রুপ পর্বের ম্যাচে হাসান আলিদের বিরুদ্ধে অর্ধশতরান ও সুপার ফোরের লড়াইয়ে শতরান হাঁকান হিটম্যান৷ শুধু ব্যাটিং নয়, তাঁর ঠান্ডা মাথার অধিনায়কত্বও ক্রিকেটভক্তদের মন কেড়েছে৷ রোহিতের নেতৃত্বে বাংলাদেশকে হারিয়ে সপ্তমবারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত৷ রোহিত দু’নম্বরে উঠে আসায় একদিনের ব্যাটসম্যানদের ক্রমতালিকার শীর্ষ দুই স্থান এখন ভারতের দখলে৷ এক নম্বরে নিজের স্থান ধরে রেখেছেন বিরাট কোহলি৷
এশিয়া কাপ টুর্নামেন্টের সেরা হওয়া শিখর ধাওয়ানও ব়্যাঙ্কিংয়ে এগিয়েছেন৷ শিখর ধাওয়ান চার ধাপ উঠে ব়্যাঙ্কিংয়ের পাঁচ এলেন৷ ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেটে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর সাদা বলের ক্রিকেটে ফিরে পাঁচ ম্যাচে গব্বর দুটি শতরান সহ ৩৪২ রান হাঁকিয়েছেন৷ এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ৪ অক্টোবর থেকে শুরু হতে চলা ওয়েস্টে ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে নেই শিখর৷ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে সাফল্য না পাওয়াতেই বাদ পড়তে হয়েছে তাঁকে৷
এছাড়া ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব তিন ধাপ উঠে একদিনের কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং তিনে উঠে এলেন৷ টুর্নামেটে আফগান স্পিনার রশিদ ও বাংলাদেশের পেসার মুস্তাফিজুরের সঙ্গে যুগ্মভাবে শীর্ষ উইকেট পেয়েছেন কুলদীপ৷ তিন বোলারই এশিয়া কাপে দশটি উইকেট পেয়েছেন৷ বোলারদের শীর্ষস্থানে রয়েছেন জসপ্রীত বুমরাহ৷ ফলে বোলিংয়েও প্রথম তিনে দুই ভারতীয়৷ দু’নম্বরে রয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান৷