হাইকোর্ট বার এসোসিয়শনে পদ্ম ফুটল না, কংগ্রেসের সাথে মিলিঝুলিতে জয়ী বামেরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ হাইকোর্ট বার বিজেপি দখলে নিতে পারল না৷ সিপিএম ও কংগ্রেসের মিলিঝুলি লড়াইয়ে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বামফ্রন্টকে জয়ী করেছে৷ ১১ আসনের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বামপন্থী আইনজীবীদের সমর্থিত অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন (এআইএলইউ) ৬টি আসন দখল করেছে৷ বিজেপির দখলে গিয়েছে ৩টি আসন৷ ১টি করে আসন দখল করেছে কংগ্রেস ও নির্দল প্রার্থী৷

শনিবার ত্রিপুরা হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সকাল দশটা থেকে শুরু হয়৷ বেলা দেড়টা পর্যন্ত চলে নির্বাচনীপ্রক্রিয়া৷ এই নির্বাচনে ১৭৩ জন বৈধ ভোটারের মধ্যে ১৫৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে ১১ সদস্যক এক্সিকিউটিভ কমিটি গঠনের জন্যই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷

রিটার্নিং অফিসার তথা বরিষ্ঠ আইনজীবী শক্তিময় চক্রবর্তী জানিয়েছেন, এআইএলইউ প্রার্থী বরিষ্ঠ আইনজীবী শংকর কুমার দেব হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন৷ তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী আইনজীবী অমিতাভ রায় বর্মণকে ২৮টি ভোটে পরাজিত করেছেন৷ শ্রী দেব মোট ৯১টি ভোট পেয়েছেন৷ এদিকে, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি পদে কংগ্রেস প্রার্থী আইনজীবী প্রণবাশিষ মজুমদার ৭৫টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী মঙ্গল দেববর্মাকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন৷ সহ সভাপতি পদে ত্রিমুখী লড়াই হয়েছে৷ বিজেপির মঙ্গল দেববর্মা ৪৫টি এবং এআইএলইউ’র সুপ্রিয়া চক্রবর্তী ৩৩ টি ভোট পেয়েছেন৷

এদিকে, সম্পাদক পদে নির্দল প্রার্থী পারমিতা ধর বিজয়ী হয়েছেন৷ তিনি ৫৭টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সম্রাটকর ভৌমিককে পরাজিত করেছেন৷ শ্রীভৌমিক মাত্র ৩টি ভোট পেয়েছেন৷ সম্পাদক পদেও ত্রিমুখী লড়াই হয়েছে৷ এআইএলইউ প্রার্থী রাজশ্রী পুরকায়স্থ মাত্র ৪৪টি ভোট পেয়েছেন৷ এদিকে, সহ সম্পাদক পদে এআইএলইউ প্রার্থী সৌগত দত্ত ৮৬টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজু দত্তকে পরাজিত করেছে৷ শ্রীদত্ত  ৬৩টি ভোট পেয়েছেন৷ এদিকে, কোষাধ্যক্ষ পদে বিজেপি প্রার্থী রাজীব সাহা ৮৩টি ভোট পেয়ে এআইএলইউ প্রার্থী কিশোরকুমার পালকে পরাজিত করেছেন৷ শ্রীপাল ৬৬ টি ভোট পেয়েছেন৷

রিটার্নিং অফিসার শ্রী চক্রবর্তী জানিয়েছেন, ৬টি কার্যনির্বাহী সদস্য পদে বামপন্থী আইনজীবী সমর্থিত সংগঠন এআইএলইউ ৪টি  এবং বিজেপি ২টি পদ দখল করেছে৷ বিজয়ী সদস্যরা হলেন এআইএলইউ’র কৌশিক দত্ত ৯০টি ভোট, সৈকত সাহা ৮৭টি ভোট, কৌশিক নাথ ৮৬টি ভোট, সাগর বণিক ৮৩টি ভোট এবং বিজেপির হারাধন সরকার ৭৭টি ভোট ও দীপা সেনগুপ্তা ৭৭টি ভোট পেয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *