নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ রাজ্য সরকার সরকারী শিক্ষক কর্মচারীদের নয়া বেতনক্রম ঘোষণা করলেও, আরওপি তৈরির কাজ এখনো শেষ করতে পারেনি অর্থ দপ্তর৷ তবে, আরওপি তৈরির কাজ জোরকদমে চলছে এবং চেষ্টা হচ্ছে এই মাসেই সমস্ত কাজ সমাপ্ত করার জন্য৷ মঙ্গলবার মহাকরণে সাংবাদিকদের এই সংবাদ দেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷
তিনি বলেন, যত তাড়াতাড়ি আরওপি তৈরির কাজ শেষ করা যায় সেবিষয়ে অর্থ দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে৷ দপ্তরের আধিকারীকরাও জোর কদমে কাজ চালিয়েছে৷ এই মাসেই আরওপি তৈরির কাজ সমাপ্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
নয়া বেতনক্রম নিয়ে কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকার সাধ্যমতো ২২৫ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে নয়া বেতনক্রম ঘোষণা করেছে৷ তার অতিরিক্ত কোন কিছু আপাতত সম্ভব নয়৷ কারণ, কর্মচারীরা চাইছেন ২৫৭ ফিটম্যান্ট ফ্যাক্টর ধরে নয়া বেতনক্রম হোক৷ কিন্তু, তাতে রাজ্য সরকারের অতিরিক্ত ১২০০ কোটি প্রয়োজন৷ এই বিরাট অর্থ বহন করার ক্ষমতা রাজ্য সরকারের আপাতত নেই৷
এদিকে, আগামী ১০ জুলাই থেকে আইপিএফটি অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক এবং রেল অবরোধের ডাক দিয়েছে৷ তাতে রাজ্যে খাদ্যে সামগ্রী মজুতের স্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রী বলেন, অবরোধ ১/২ দিন চললে তাতে কোন প্রভাব পড়বে না৷ কিন্তু, এর বেশি হলেই সমস্যায় পড়তে হবে৷ তবে তাঁর বিশ্বাস, রাজ্যবাসী এই অবরোধ আন্দোলন সফল হতে দেবেন না৷ তিনি বলেন, রাজ্যের মানুষকে অবরোধ আন্দোলন সম্পর্কে বুঝানো হয়েছে৷ তাতে তিনি নিশ্চিত, অতীতের অভিজ্ঞতার কারণে আইপিএফটিকে মানুষ সমর্থন করবে না৷ তিনি বলেন, উপজাতি অংশের মানুষ আইপিএফটি’র উপর বিশ্বাস রাখতে পারছেন না৷ গত বছর ২৩ আগষ্টের ঘটনার তিক্ত অভিজ্ঞতা আইপিএফটি’র প্রতি মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ফলে, জাতীয় সড়ক এবং রেল অবরোধ করে রাজ্যের ক্ষতি হউক, তা জনগণ হতে দেবেন না৷ পুলিশ কিংবা আধা সামরিক বাহিনীতে এই অবরোধ আন্দোলন ঠেকাতে ব্যবহার করা হবে কিনা প্রশ্ণের জবাবে খাদ্য মন্ত্রী বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতেই সমস্যার সমাধান হউক, চাইছে রাজ্য সরকার৷
2017-06-28
