নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ জুন৷৷ ফের তেলিয়ামুড়া ঘিলাতলী রোডে যান দুঘর্টনা৷ আহত আট জন যাত্রী-সহ গাড়ির চালক৷ এর মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাপ্লাই সুকল সংলগ্ণ এলাকায় আজ সকাল সাড়ে এগারটা নাগাদ৷ জানা যায় আজ ছিল তেলিয়ামুড়ার হাটবার৷ এলাকার কৃষকরা নিজের উৎপাদিত সব্জি তেলিয়ামুড়ায় বিক্রি করে সাউথ ঘিলাতলী নয়নপুর নিজবাড়ীতে যাচ্ছিল৷ সুকল সংলগ্ণ এলাকায় আসতেই অন্য একটি মারুতী গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তা থেকে উল্টে ধানের জমিতে পরে যায়৷ সঙ্গে সঙ্গে এলাকাবাসী খবর দেয় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ দমকল বাহিনী গিয়ে আহতদের তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসে৷ আহতরা হলেন বিষ্ণু দাস (৩৫), বিধু মোহন বাউল (৪৬), রাজু বাউল (৩০), দিপঙ্কর দাস (৩৫), পপি দাস (১৭), নরেন্দ্র দাস (৪০) এবং বিশাল দাস (১৩)৷ এর মধ্যে চালক রাজু বাউল, বিষ্ণু দাস, বিধু মোহন বাউল, দিলিপ দাস, নরেন্দ্র দাস এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়৷ আর বাকীদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে৷ পুলিশ একটি দুর্ঘটনার মামলা নেয় ও গাড়িটিকে আটক করে৷
2017-06-27

