পৃথক যান সন্ত্রাসে নিহত এক, গুরুতর জখম মহিলাসহ দুইজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/ আগরতলা, ২২ জুন৷৷ গ্যাসভর্তি সিলিন্ডার বোজাই ট্রাক উল্টে গভীর খাদে৷ আহত গাড়ির

চাকমঘাটে এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাক দূর্ঘটনাগ্রস্ত৷ ছবি নিজস্ব৷

চালক৷ বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে৷ দূর্ঘটনাটি ঘটেছে মুঙ্গিয়াকামী থানার অধীন চাকমাঘাটের বিশ্বকর্মা মন্দির সংলগ্ণ স্থানে আসাম – আগরতলা জাতীয় সড়কে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে দুপুর সাড়ে বারোটা নাগাদ এএস-২৪-সি-৬০৯২ নম্বরের একটি ট্রাক গ্যাসভর্তি সিলিন্ডার নিয়ে আগরতলার দিকে যাচ্ছিল৷ আঠারমুড়া পাহাড়ের চাকমাঘাট এলাকায় আসতেই বাক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ তাতে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়৷ ততক্ষণে চালক গাড়ি থেকে ঝাঁপিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন৷ সেখানে উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে ও মুঙ্গিয়াকামী থানায়৷ পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে৷ দেখা যায় কয়েকটি সিলিন্ডার লিক করে গ্যাস নির্গত হচ্ছিল৷ তাতে এলাকাবাসী ও যাত্রী সাধারণের মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়৷ এদিকে, ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশ ঐ লিক হওয়া সিলিন্ডারগুলি সেখান থেকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কোন পন্থা খঁুজে পাচ্ছিলেন না৷ তাতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়৷ পরে স্থানীয় সিআরপিএফ ক্যাম্পের জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিপদমুক্ত করেন এলাকাবাসীকে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷
এদিকে, অটোর ধাক্কায় গুরুতর জখম সুকটি আরোহী৷ বৃহস্পতবিার দুপুর আনুমানিক সাড়ে বারোটায় এন সি সি থানাধীন গুর্খাবস্তী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে৷ অভিযোগ, বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হয়েছে অপর্ণা দেববর্মা (২৫)৷ অভিযোগ, দ্রুতবেগে থাকা অটোটি সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ মাথায় ও পায়ে গুরুতর চোট লাগে মহিলার৷ কৃষ্ণনগরের বাসিন্দা অপর্না দেববর্মা কর্মসূত্রে বাড়ি থেকে বেড়িয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন৷ দমকল কর্মীরা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় আহত মহিলাকে৷ যতদূর জানা গেছে অভিযুক্ত অটো চালক এখনো পলাতক৷ অন্যদিকে শান্তি বাজার মহকুমার বাইখোড়া বাজার থেকে টিআর০৩-৪২৬৪ নং গাড়ি নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে যুবরাজ পাল (৫৫)৷ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷ স্থানীয় মানুষ এবং দমকল কর্মীরা জোরকদমে তদ্বিরতা চালিয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করেন৷ সংবাদ সূত্রে জানা গেছে, হাসপাতাল নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢড়ে পড়ে যুবরাজ পাল৷ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত এলাকাবাসী৷