মহাত্মা গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আন্দোলনে যাচ্ছে প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ জাতীর জনক মহাত্মা গান্ধীর বিরুদ্ধে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে প্রদেশ কংগ্রেস আন্দোলনে নামছে৷ আগামী বুধবার সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে ৪ ঘন্টার সত্যাগ্রহ আন্দোলন করবে প্রদেশ কংগ্রেস৷ বিষয়টিকে কংগ্রেস গর্হিত অপরাধও বলেছে৷
সোমবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, মহাত্মা গান্ধীকে চতুর বুনিয়া বলে যে অপরাধ করেছেন তার মাশুল অমিত শাহকে দিতে হবে৷ তবে, এটি বিজেপির বক্তব্য নয়৷ এটি আরএসএস এর নীতি আদর্শের বহিঃপ্রকাশ৷ তিনি বলেন, নাথুরাম গডসে আরএসএস এর লোক ছিল যে মহাত্মা গান্ধীকে হত্যা করেছে৷ কিন্তু, সাড়া বিশ্ব যখন মহাত্মা গান্ধীর আদর্শকে পাথেয় করার কথা বলছে তখন বিজেপির সভাপতি অমিত শাহের বক্তব্য খুবই অপমানজনক৷ তিনি জানান, জাতির জনক মহাত্মা গান্ধীকে অপমান করার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস আগামী বুধবার রাজধানী আগরতলায় গান্ধী মূর্তির পাদদেশে চার ঘন্টার সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করবে৷ পরবর্তী সময়ে সারা রাজ্যে এই প্রতিবাদ কর্মসূচী ছড়িয়ে পড়বে৷ উল্লেখ্য, সম্প্রতি মহাত্মা গান্ধীকে নিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বক্তব্যকে কেন্দ্র করে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে৷