বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ আদালত অবমাননার অভিযোগ উঠল ত্রিপুরার বিদ্যালয় শিক্ষা দফতরের বিরুদ্ধে৷ অবসরের বয়স হওয়ার আগেই অবসরে পাঠানো এক শিক্ষককে পুনর্বহাল ও বকেয়া প্রদানের উচচ আদালতের নির্দেশ স্বত্বেও শিক্ষা দফতর নির্বিকার বলে অভিযোগ৷ খবর, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন রূপরাই হাউড় এস বি সুকলের শিক্ষক মনোরঞ্জন দেববর্মা ২০১৬ সালের ১৯ সেপ্ঢেম্বর উ আদালতে একডিট রিট মামলা (নং ডাব্লিউপিসি-১৩৩/২-১৬) দাখিল করে অভিযোগ করেন যে বয়স সীমা শেষ হওয়ার আগেই এক প্রকার জোর করে তাকে চাকরী থেকে অবসরে পাঠিয়েছে সংশ্লিষ্ট দফতর৷ চাকরিতে প্রবেশ কালে মনোরঞ্জন বাবু বয়সের যে শংসাপত্র দিয়েছিলেন তাতে উনার জন্ম তারিখ ০৫/০৯/১৯৫৯ ইং স্পষ্টভাবে লেখা ছিল৷ কিন্তু আশ্চর্যজনকভাবে দফতর ০৫ সেপ্ঢেম্বর ১৯৫১ তারিখকে মনোরঞ্জন বাবুর জন্মের তারিখ তারিখ বিবেচনা করে গত ০৭ সেপ্ঢেম্বর ২০১৬ ইং তাকে চাকরি থেকে অবসরে যেতে বাধ্য করেন৷ মামলার শুনানি কালে হাইকোর্টের তদানীন্তন বিচারপতি স্বপন চন্দ্র দাস স্থগিতাদেশ জারি করেন৷ পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশে জন্মের তারিখ যাচাইয়ের পর আদালতে যে বিপোর্ট দাখিল করেন তাতেও বাদীর বয়স তার দাবী মোতাবেক সঠিক বলে প্রমাণিত হয়৷ ফলে বিচারপতি শুভাশিস তলাপাত্র চলতি বছরের এপ্রিল মাসে মামলার রায়দান করে বাদীর দাবী মোতাবেক সমস্ত কিছু প্রদানসহ জন্মের তারিখ সংশোধন করে সার্ভিস বুকে নথিভুক্ত করার জন্য সংশ্লিষ্ট দফতরকে আদেশ দেয় বলে জানিয়েছেন মনোরঞ্জনাবুর পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী কৌশিক রায়৷ কিন্তু দফতর হাইকোর্টের রায় বাস্তবায়নে আজও কোন পদক্ষেপ নেয়নি৷ দফতরের এই ধরনের কান্ডজ্ঞানহীন কাজকে আবেদনকারীর আইনজীবী কৌশিক রায় আদালত অবমাননার শামিল বলে অভিমত প্রকাশ করেন৷