ভাতে বিষ মিশিয়ে দুই সন্তান ও বৃদ্ধা মাকে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ মে৷৷ ভাতে বিষ দিয়ে দুই সন্তান বৃদ্ধা মা সহ একই পরিবারের চারজনকে হত্যার চেষ্টা করে বাড়ির কর্তা৷ থানায় মামলা৷ খবরে জানা যায়, গত ৫ই মে বক্সনগরের রহিমপুর সীমান্তে ১৬৮ নং গেটের ওপারের বাসিন্দা অহিদ মিয়া তার দুই সন্তান বৃদ্ধা মা ও ভাইকে বিষ মেশানো ভাত দিয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ৷ অহিদ মিয়ার স্ত্রী বাড়িতে ছিলেন না৷ তিনি তার দুই সন্তান, মা ও ভাইকে খাবার দেন৷ এক সাথে সবাই ভাত খেলেও অহিদ মিয়া খান নি৷ খাবার মাঝপথেই চারজন  বুকে যন্ত্রণা বলে চিৎকার শুরু করে৷ অহিদ মিয়ার দুই সন্তান অনিক মিয়া(১৮), সৈনিক মিয়া (১৪) জ্ঞান হারিয়ে ফেলে৷ প্রতিবেশীরা চিৎকার শুরু করলে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা গেইট খুলে দেয়৷ তাদেরকে বক্সনগর প্রাথমিক হাসপাতাল নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা অনিক ও সৈনিক মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়৷ তাদের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা যায়৷ কলমচৌড়া থানার পুলিশ প্রথমে মামলা না নিলেও এলাকাবাসীর চাপে পড়ে পরবর্তীতে মামলা নেয়৷ প্রতিবেশীদের অভিযোগ অহিদ মিয়াই ভাতে বিষ মেখেছে তাই চারজনকে ভাত দিলেও নিজে ভাত খাননি৷ বরাবরই অহিদ মিয়া শান্ত লোক৷ কিন্তু বিগত কয়েকদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল৷ তাতে অহিদ মিয়া মানসিক অবসাদগ্রস্থ হয়ে পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করেছে বলে এলাকাবাসীর ধারণা৷