প্যারিস, ১৮ মার্চ (হি.স.): প্যারিসের অরলি বিমানবন্দরে কর্তব্যরত নিরাপত্তারক্ষীর অস্ত্র ছিনতাইয়ের সময় গুলি করে হত্যা করা হল এক ব্যক্তিকে| স্থানীয় সময় শনিবার সকালে অরলি বিমানবন্দরের সাউথ টার্মিনালে ঘটনাটি ঘটেছে| অরলি বিমানবন্দর পুলিশের তরফে জানানো হয়েছে, কর্তব্যরত এক নিরাপত্তারক্ষীর অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করলে গুলি করা হয় ওই ব্যক্তিকে| ঘটনাস্থলেই মৃতু্য হয় তার|
এই ঘটনার পরই বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে| নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি|