ইয়েমেনের উপকূলে নৌকায় বিমান হামলা, মৃত ৪২

সানা, ১৮ মার্চ (হি.স.) : ইয়েমেনের হুদাইদাহ উপকূলে সোমালির শরণার্থীবোঝাই একটি নৌকায় বিমান হামলায় ৪২ জনের মৃতু্য হয়েছে| শুক্রবার এই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে| উপকূলের কর্তারা জানান, ইয়েমেন থেকে শরণার্থীবোঝাই করে একটি নৌকা সুদানে দিকে যাওয়ার সময় নৌকাটিতে হুদাইদাহ উপকূলে একটি অ্যাপাচি বিমান তাদের ওপর হামলা চালায়| এই ঘটনায় ৪২ জনের মৃতু্য হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *