তিনসুকিয়া (অসম), ১৪ মার্চ (হি.স.) : তিনসুকিয়া জেলার পৃথক পৃথক স্থানে বিষাক্ত মাশরুম খেয়ে এক মহিলা-সহ তিনজনের মৃত্যু এবং দশজন অসুস্থ হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ডিগবয় থানার অন্তর্গত লক্ষ্মীপথারে বিষাক্ত মাশরুম খেয়ে এক পরিবারের তিনজন যথাক্রমে গৃহস্থ ভরত তাঁতি (৪০), তাঁর পত্নী শুকুরমণি তাঁতি (৩২) এবং তাঁদের শন্তান ভবেশ্বর তাঁতি (১৯) অসুস্থ হয়ে পড়লে তাঁদের তিনসুকিয়া সিভিল হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হাসপাতালে মৃত্যু হয় ভরতের।
এদিকে, জেলারই ফিলোবাড়ি চা বাগানের গৌরীপুর গ্রামে অনুরূপ বিষাক্ত মাশরুম খেয়ে দুই পরিবারের নয় (৯)জন অসুস্থ হলে তাঁদের ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়ে। কিন্তু হাসপাতালেই রঞ্জন চুতিয়ার পত্নী সীমাদেবী (৩৪)-র গতকাল সন্ধ্যার দিকে মৃত্যু ঘটে।
উল্লেখ্য, গত শুক্রবার (১০ মার্চ) বাড়িতে নিমন্ত্রিত কয়েকজন ভাত খাবেন বলে সুস্বাদু মাশরুম রান্না করেছিলেন গৃহস্থ-পত্নী। সেদিন ওই মাশরুম খেয়ে তিনসুকিয়ার জনৈক টুনিরাম দাসের (৫০) মৃত্যু হয়েছিল।
2017-03-14

