ওয়াশিংটন, ২১ জানুয়ারি (হি.স.) : সহজ হচ্ছে ওবামা কেয়ার (এফোর্ডেবল কেয়ার অ্যাক্ট)-এর বাধ্যবাধকতা| দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ওবামা কেয়ার বদলে ফেলতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| প্রথম দিনই ট্রাম্প এই স্বাক্ষরের মধ্য দিয়ে ৱুঝিয়ে দিলেন তিনি নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুযায়ী, সাশ্রয়ী মূল্যের এই সেবার আইনের বাধ্যবাধকতা সহজ করতে বদ্ধ পরিকর|
প্রসঙ্গত, মৌলিক অধিকার চিকিত্সা- এই লক্ষ্যকে সামনে রেখে সদ্য প্রাক্তন হয়ে যাওয়া প্রেসিডেন্ট ওবামা ২০১০ সালে আইন করেছিলেন, যার নাম এফোর্ডেবল কেয়ার অ্যাক্ট| তবে তা ওবামা কেয়ার নামেই বেশি জনপ্রিয়তা পায়| বর্তমানে পুরো যুক্তরাষ্ট্রে ২ কোটি মানুষ এই সেবা সুবিধা নিচ্ছেন|
2017-01-21

